শিল্পনগরী কল্যাণী
কল্যাণী শহরের রূপকার ডাঃ বিধানচন্দ্র রায়ের পরিকল্পনা অনুযায়ী এই শহরের বুকে চিত্তরঞ্জনের রেলইঞ্জিন কারখানার মতন একটি বড় কারখানা তৈরী হওয়ার কথা ছিল, কিন্তু এই কল্যাণী শহরটি একটি সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে এই পরিকল্পনা বাতিল করা হয় এবং সেই রেলইঞ্জিন কারখানাটি তৎকালীন বিহারে স্থাপিত হয়। শিল্পনগরী হিসেবে আত্মপ্রকাশকারী এই কল্যাণীতে বি-ব্লকের বিশাল এলাকা…