শিল্পনগরী কল্যাণী

  • কল্যাণী শহরের রূপকার ডাঃ বিধানচন্দ্র রায়ের পরিকল্পনা অনুযায়ী এই শহরের বুকে চিত্তরঞ্জনের রেলইঞ্জিন কারখানার মতন একটি বড় কারখানা তৈরী হওয়ার কথা ছিল, কিন্তু এই কল্যাণী শহরটি একটি সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে এই পরিকল্পনা বাতিল করা হয় এবং সেই রেলইঞ্জিন কারখানাটি তৎকালীন বিহারে স্থাপিত হয়।
  • শিল্পনগরী হিসেবে আত্মপ্রকাশকারী এই কল্যাণীতে বি-ব্লকের বিশাল এলাকা জুড়ে ১৯৫৪ সালে তৈরী হয় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের মেরামতির কারখানা ও গবেষণগার “রেডিও ফ্যাক্টেরি ।
  • ডাঃ বিধানচন্দ্র রায়ের উদ্যোগেই সেই সময়েই কল্যাণীতে ১১ বিঘা জমিতে তৈরী হয়েছিল “হ্যাণ্ডমেড পেপার মিল”, যেখানে আর্ট পেপার ও বোর্ড তৈরী হতো।
  • ১৯৬১ সালের ১লা এপ্রিল থেকে শুরু হয় আন্তর্জাতিক মানের বিভিন্ন মাপের সুতো তৈরীর লক্ষ্যে “কল্যাণী স্পিনিং মিল”
  • উদ্বোধনের দিন এই কারখানা পরিদর্শন করতেও এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী  ডাঃ বিধানচন্দ্র রায়।
  • সেই সময়েই “সেন-র‍্যালে” সাইকেল কোম্পানী, উড ইন্ডাস্ট্রির মত শীল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়। এরপর ধীরে ধীরে বহু শিল্প কারখানা এখানে গোড়ে ওঠে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *