“নিদানকালে বিধানরায়” এই প্রবাদ ছিল। স্বনামধন্য চিকিৎসক মুখ্যমন্ত্রী সেই বিধান রায়ের স্বপ্নেরশহর কল্যাণীতে তাই স্বাস্থ্য ব্যবস্থা ভালো রাখারই কথা। শিক্ষা কেন্দ্রের সাথে সাথে তাই স্বাস্থ্য কেন্দ্র হিসেবে পরিচিতি এই শহর আনুষ্ঠানিক সূচনার পরেই ১৯৫৪ খ্রিস্টাব্দে বিপ্লবে তৈরি হয় একটি ১৪ শয্যায়ের শাস্ত্র কেন্দ্র। তারপর ১৯৬০ সালে একটি ৫০০ বেডের হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী ড: রায়। সেটি এখন জহরলাল মেমোরিয়াল হাসপাতাল (সংক্ষেপে JNM) নামে পরিচিত। ১৯৮৬ সালে মার্চ মাসের হৃদরোগের বিশেষ চিকিৎসার জন্য উন্মোধন করা হয় গান্ধী মেমোরিয়াল হাসপাতাল করেন রাজ্যপাল শ্রী ধরমবীর।
বহুদিন ধরে এই দুই সরকারি হাসপাতাল মধ্যে ও নিম্নবঙ্গের অসংখ্য মানুষকে পরিষেবা দিয়ে আসছে। অবশ্যই গত শতাব্দীর ৬০ বা ৭০ দশকের অবস্থার সঙ্গে বর্তমান অবস্থা তুলনীয় নয়। লাফিয়ে বেড়েছে লোকসংখ্যা, মূল্যবৃদ্ধির সব সুযোগ,


